গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী ময়দানে ইসতেসকার নামাজ আদায়।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ ইলিয়াস মোল্লা
আজ ২৭ সে এপ্রিল ২০২৪ ইং রোজ শনিবার।
গাজীপুরের জয়দেবপুরে ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠ প্রাঙ্গনে আজ সকাল অনাবৃষ্টির কারণে ইসতেসকার নামাজ আদায় করা হয়।

উক্ত রাজবাড়ী মাঠে অনাবৃষ্টির কারণে সারা বিশ্ব যখন কঠিন তাপদাহে ভুগতেছে দেশে হা হা কার মরুভূমির রূপ ধারণ করেছে।
আজ প্রায় দীর্ঘদিন যাবত দেশে কোন বৃষ্টি না হওয়ায় দেশে যেন রোদ্রে মাটি ঝলঝল করে পুড়ছে ও অনাবৃষ্টিতে মাঠে পুড়ে যাচ্ছে ফসলের মাঠ কুশষ্য গাছপালা।

এমত অবস্থায় প্রায় সারা বাংলা দেশের অনেক জায়গায় ইসতেসকার নামাজ আদায় করা হয় এবং গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী ময়দানে নামাজ ও এই ইসতেসকার নামাজ আদায় করেন সকল ধর্মপ্রাণ মুসল্লীরা। উক্ত মাঠে নামাজ আদায় করলে অত্র এলাকার ময়-মুরুব্বী ছোট-বড় হাজী গাজী অনেকেই উপস্থিত ছিলেন।এবং নামাজ শেষে সকালে আমিন রবে কান্নায় ভেঙে পড়েন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং অনাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টি পাওয়ার মোনাজাত আদায় করেন।
আজ আমাদের দেশের এই হাহা কার অনাবৃষ্টির জন্য আমরাই দায়ী কারন আমরা লোভে পড়ে সব ভুলে গিয়ে তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে আর এই আমাদের বিভিন্ন পাপ কর্মের কারণেই আজ দেশে এই অনাবৃষ্টি আর এটাও আল্লাহপাকের একটা কঠিন পরীক্ষা ।আজ আমরা ভুলে যাই যে আল্লাহ নামে কেউ একজন আছেন আমাদের প্রতিপালক। কারণ আমরা সুখ পেয়ে গেলে আল্লাহকে ভুলে যাই ও ভুলে গেছি এবং আল্লাহর গুণগান থেকে বঞ্চিত নামাজ পড়ি না রোজা রাখি না দান-সদগা ও যাকাত আদায় করি না হজ করি না অন্যের হক মেরে খাই এই ধরুন হয়তো আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা আর ফেলেছেন এইখান থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে পুনরায় আল্লাহর পথে ফিরে আসতে হবে সবাইকে সকলে মিলে একসাথে চলে আসতে হবে মসজিদে নামাজ আদায় করতে হবে আল্লাহর এবাদত করতে হবে। এবং সকলে মিলে তওবা করতে হবে আমরা পাপী গুনাগার পাপিষ্ঠ বান্দা তাই এই পাপ কাজ থেকে ফিরে আসতে হবে। তাহলে হয়তোবা আল্লাহ পাক রাজি খুশি হয়ে এই অনাবৃষ্টি নামক কষ্ট থেকে মুক্তি দিতে পারে।

এমতাবস্থায় পবিত্র কুরআন হাদীস শরীফের আলোকে আরো জানা যায় যে বৃষ্টি না হলে আমাদের নবী করীম সাঃ সাহাবাদেরকে নিয়ে খোলা মাঠে অনাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য সালাতুল ইসতেসকার নামাজ আদায় করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *