নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণে ৩১ ভূমি মালিককে ৯ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা দেওয়া হয়েছে। এগুলো চেকের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মিথিলা দাস।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার জানান, রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন ৩১ জন ভূমির মালিক। তাদের হাতে ৯ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার চেক দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।