মোহনপুরে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার করিশা গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। আওয়ামী লীগ নেতা আ.খ.ম. শামসুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল নোমান তৎকালীন সময় বাবার ক্ষমতা ও নিজে ছাত্রলীগের কর্মী হওয়ায় স্থানীয় জনতাদের ভোট প্রদানে বাধা দেয়। এলাকার লোকজন কে নানান ভাবে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকতো। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সাথে সু-সম্পর্ক রেখে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করাসহ নিজে মাদক সেবন করতো। এছাড়া সে থানার মহিলা পুলিশদের ইফটিজিং করার পরেও স্থানীয় সংসদ সদস্য তাকে রক্ষা করেছিলেন। তার বাবা ও নোমান বাহিরে পলাতক থাকার পর এলাকায় আসলে, স্থানীয় জনতা মোহনপুর থানাকে অবগত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে তৎকালিন সময় অনেক অপরাধের তথ্য পাওয়া গেছে। তাকে আমরা সু-নির্দিষ্ট প্রমানের ভিত্তিতে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত এ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *