মোহনপুর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার মিরপুর গ্রামের লিজ নেয়া পুকুর পরিষ্কার করতে গিয়ে কলা গাছের তেউর (উচ্ছিষ্ট) কাটায় লেবারকে মারধর করেছে পুকুর লিজ দাতার ছেলে।এমন অভিযোগ করেন লিজ গ্রহিতা উপজেলার ধোড়সা গ্রামের আব্দুস সামাদ।বৃহস্পতিবার দুপুরে পুকুর পাড়ে এ মারধরের শিকার হন একই গ্রামের লেবার আস্তুল প্রামাণিক (৪৫)।
জানা গেছে, মতিহার গ্রামের আলহাজ্ব পারেস আলীর মালিকানাধীন পুকুর ৩ বছর মেয়াদে লিজ গ্রহণ করেন ধোড়সা গ্রামের আব্দুস সামাদ।এক মাস আগে পুকুরটিতে শিমুল গাছের ডাল ফেলে রাখেন আলহাজ্ব পারেস আলী, এর দুদিন পর পুকুরের সমস্ত মাছ মরে যায়।
বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে এক পর্যায়ে স্থানীয়ভাবে মিমাংসা হয়। কিন্তু ক্ষোভ রয়ে যায় আলহাজ্ব পারেস আলীর ছেলে হাফিজুর রহমানের। সম্প্রতি পুকুরটি পরিষ্কার করে পুনরায় মাছ ছাড়ার প্রস্তুতি নেন লিজ গ্রহিতা আব্দুস সামাদ। তিনি পুকুর পরিষ্কারে লেবার লাগান।লেবার পুকুরের চারিধার আগাছা মুক্ত করেন।এসময় কয়েকটি কলা গাছের তেউর (উচ্ছিষ্ট) কেটে ফেলেন লেবার। আর এতে ক্ষিপ্ত হয়ে লেবারকে মারধর করে জখম করেন আলহাজ্ব পারেস আলীর ছেলে হাফিজুর রহমান।
লিজ গ্রহিতা আব্দুস সামাদ জানান, পুকুরের মাছ মারা গেলে আমি থানায় অভিযোগ করি। পরে স্থানীয়ভাবে মিমাংসা হয়। পরবর্তীতে আমি লেবার দিয়ে পুকুরটি পরিষ্কার করতে গেলে হাফিজুর রহমান আমার লেবারকে মেরে আহত করে।আমি এর প্রতিকার চাই। লেবার আস্তুল প্রামাণিক জানান, আমাকে অন্যায়ভাবে মারধর করেছে হাফিজুর রহমান।
এবিষয়ে জানতে আলহাজ্ব পারেস আলীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ফোন চালু পাওয়া গেলেও তিনি ফোন ধরেননি।