পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান চালানো হয়েছে। পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।

আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি এক্সকাভেটর মেশিন অকেজো করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয় এবং ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, “কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, “অনুমতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের কার্যক্রমের ফলে কৃষিজমির ক্ষতি হয় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

উল্লেখ্য, পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৯ মাসে এ উপজেলায় মোট ১৭টি মামলা করা হয়েছে; জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *