নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর বাঘা উপজেলার সকল শ্রেণী পেশার জনসাধারণ সহ দেশ এবং বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রকাশক, বড়াল নিউজের ব্যবস্থাপনা সম্পাদক ও বাঘা রিপোটার্স ক্লাবের দপ্তর সম্পাদক সাজ্জাদ মাহমুদ সুইট।
সংবাদপত্রে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সাংবাদিক সাজ্জাদ মাহমুদ সুইট বলেন ,ত্যাগের মহিমা মহিমান্বিত হয়ে প্রতি বছর পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি সকলের মনের পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য। তিনি আরো বলেন, ঈদুল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ।
দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন সমাজের ধনী গরিব, ধর্ম-বর্ণ-গোত্র,জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পবিত্র ঈদুল আযহায় খুশি ভাগাভাগি করে নেই। পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন।
“ঈদ মোবারক”