মোহনপুর প্রতিনিধিঃ
ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় দফা আগামী ২৯শে মে বুধবার রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন কাপ-পিরিচ মার্কা প্রতীকের প্রার্থী আল-মোমিন শাহ (গাবরু)এর বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৬শে মে বিকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম।
সভায় প্রধান অতিথি ছিলেন পবা-মোহনপুরের দুই বারের সফল সাবেক এমপি আয়েন উদ্দিন।
তিনি বলেন এবারে উপজেলা পরিষদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন হবে।
এদিকে কাপ-পিরিচ প্রতীকের পদপ্রার্থী আল-মোমিন শাহ গাবরু সকল জনসাধারনের প্রতি ২৯ শে মে বুধবার উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কায় ভোট প্রার্থনা করেন।
বিশাল নির্বাচন সভায় উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু,তানোর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ ময়না,পুঠিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড,আব্দুস সামাদ,দূর্গাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম শরীফ,জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ,কেশরহাট পৌরমেয়র শহিদুজ্জামান শহিদ,ইউপি চেয়ারম্যান হযরত আলী,আজাহারুল ইসলাম বাবলু,দেলোয়ার হোসেন,বাবলু হোসেন সহ ওর্য়াড,ইউনিয়ন, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।