নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার মুঞ্জু হাসপাতালে ভুল চিকিৎসায় বেনু বেগম (৬৫) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে ।
মারা যাওয়া বেনু বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুডাঙ্গা এলাকায়। তিনি মৃত মতিনের কন্যা এবং মৃত বশির আহম্মেদের স্ত্রী।
জানা গেছে, গত ৬ এপ্রিল বেনু বেগমকে রাজশাহীর মঞ্জু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। আজ ৯ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
নিহত রোগীর ছেলে ছনি অভিযোগ করে বলেন, “মায়ের অবস্থা ভালো ছিল, কিন্তু ডাক্তারদের ভুল সিদ্ধান্ত এবং অবহেলার কারণেই তারএই মৃত্যু হয়েছে বলে জানা যায়।