জন্মভূমি নিউজডেক্স।
রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট সূত্র।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাকে আটক করে।
পুরনো মানহানির মামলা
গত বছরের ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ের মন্তব্যের কারণে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
তবে গ্রেফতারের সময় অভিনেত্রী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।