নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
প্রযুক্তি খাতে বড় অগ্রগতি হিসেবে বাংলাদেশে শুরু হলো স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর আয়োজনে প্রথমবারের মতো স্টারলিংকের ইন্টারনেট ব্যবহৃত হয় লাইভ স্ট্রিমিংয়ের জন্য।
বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন এই স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাটি দেশে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল।
লাইসেন্স প্রক্রিয়াধীন, সফল হলে বাণিজ্যিক চালু
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে স্টারলিংককে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (NGSO) লাইসেন্সের জন্য আবেদন করেছে, যা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডার কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে সেবা শুরু হলেও ভবিষ্যতে এটি বাণিজ্যিকভাবে চালুর জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রত্যন্ত অঞ্চলের জন্য আশার আলো
দেশে উচ্চগতির ইন্টারনেট এখনও অনেক এলাকায় সীমাবদ্ধ। স্টারলিংকের মাধ্যমে দুর্গম ও প্রযুক্তিবঞ্চিত অঞ্চলেও দ্রুতগতির সংযোগ পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রযুক্তি বিশ্লেষকরা। রাজশাহীসহ উত্তরাঞ্চলেও এই সেবার বিস্তারে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।