আগামী ৪৮ঘন্টার মধ্যে মহিলা জামায়াতের সদস্য (রুকন) মিনারা খাতুনের হত্যাকারীদের গ্রেফতার করতে

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহুবল উপজেলা শাখা মহিলা বিভাগের সম্মানিত সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবল উপজেলা সভাপতি আব্দুল আহাদের স্ত্রী মিনারা খাতুনকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন বাহুবল উপজেলা জামায়াতের আমীর মোঃ সিরাজুল ইসলাম।

বিবৃতিতে উপজেলা আমীর বলেন, জুলাই আগস্ট বিপ্লবে বাহুবল উপজেলার অন্যতম মহিলা যোদ্ধা, উপজেলা মহিলা বিভাগের সম্মানিত সদস্য (রুকন) মিনারা খাতুনকে ২১-০২-২৫ তারিখে মিরপুর সংলগ্ন পশ্চিম জয়পুর গ্রামে নিজ বাসায় ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড পুরো দেশবাসীকে হতবাক করেছে। নতুন বাংলাদেশে এরকম হত্যাকান্ড অকল্পনীয়। আমরা প্রশাসনের নিকট অনুরোধ করছি আগামী ৪৮ঘন্টার মধ্যে খুনীদের গ্রেফতার করতে হবে। অন্যথায়, বাহুবল উপজেলার সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসবে।

সিরাজুল ইসলাম বলেন, বাহুবল উপজেলার মহিলাদের মধ্যে দ্বীনি কাজের প্রসারে অনন্য ভূমিকা পালন করেন মিনারা খাতুন। তাকে হারিয়ে সবাই শোকে বিহ্বল। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা যেনো সবাইকে সবরে জামিল দান করেন। মিনারা খাতুনের সকল ভালো কাজকে যেনো আল্লাহ তায়ালা কবুল করে শহিদী মৃত্যু হিসেবে কবুল করে জান্নাতবাসী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *