বিডি ক্লিন টঙ্গী গাজিপুর

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ ফরহাদ হোসেন খলিলস্টাফ রিপোর্টার

আজ(২৪ শে মে) ২০২৪ ইং রোজ শুক্রবার।গাজীপুর, টঙ্গী, মরকুন, বেপারী পাড়া, এলাকার মুরকুন শিলমুন সংযোগ রোড সংলগ্ন রোডের মধ্যবর্তী স্থান বেপারীপাড়ায় হানিফ মেমোরিয়াল একাডেমি ও তার আশপাশ এলাকায় বিডি ক্লিন গাজীপুর এর কর্মীরা প্রথমে গাজীপুরের বিভিন্ন স্থান থেকে এসে একাডেমিতে একত্রিত হয়। পরে তারা গাজীপুর মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার উদ্দেশ্যে শপথ গ্রহণ করে। শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন। মোঃ জুলহাস সরকার (সমন্বয়, টঙ্গী জোন-১)। ও মোঃ
হাসিব মানিক (লজিস্টিক সমন্বয়, গাজীপুর সদর) এবং
আরজে রিফাত (মনিটর)
জাহিদ হাসান শচীন (সাবেক আইটি মডারেটর, টঙ্গী জোন-১)
এরপর তারা শপথ নিয়ে কাজে বেরিয়ে পড়েন। এবং গাজীপুর মহানগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্দেশ্য নিয়ে কাজ করেন।পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ৷তারা বলেন,আমরা যেখানে সেখানে ময়না আবর্জনা ফেলার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এতে ছড়াচ্ছে নানা রোগ৷ তারা আরো বলেন আমরা আমাদের বাড়ির আশপাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে গাজীপুর মহানগরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তুলি৷ অসচেতনা মূলক ভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে নিজেদের পরিবেশ নিজেরই নষ্ট করি। তাই আসুন আমরা আজ থেকে শপথ করি যেখানে সেখানে ময়লা ফেলবো না নিজেদের পরিবেশ নষ্ট করব না। পরিষ্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সবাই চাই সুস্থ ও সুন্দর পরিবেশে বেঁচে থাকার জন্য। সুস্থ সুন্দর পরিবেশ সুস্থ সুন্দর মন সুস্থ ও সুন্দর জীবন। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আমাদের পরিবেশ দূষণ করেতেছি নিজের অজান্তেই। এই পরিবেশ দূষণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের সচেতন হওয়া উচিত বলে মনে করেন বিডি ক্লিনার সদস্যরা৷ নিজের সচেতন হোন অন্যকে সচেতন করুন৷ তাই আসুন আমরা সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ রক্ষায় এগিয়ে আসি নিজেদের সুস্থ জীবন ঘড়ে তুলতে এগিয়ে আসি। এতে করে অনেক ধরনের রোগ ও ছড়িয়ে পড়ছে যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া জনিত ভাইরাস রোগে আক্রান্ত হয়ে পড়ছে আমাদেরই বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন নিকট আত্মীয় স্বজনরা।
পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।।
শুরু টা এখানেই শেষ করার দায়িত্ব আপনার।।
বিডি ক্লিন এর সপ্ন একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *