১৬ বছর পর সংসারে আসছে যমজ সন্তান, দেখে যেতে পারলেন না বাবা

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ মাসুদ রানা স্টাফ রিপোর্টার নরসিংদী

নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া।
নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া।ছবি সংগৃহীত
লিজা আক্তার ও সুমন মিয়ার বিয়ে হয় প্রায় ১৬ বছর আগে। দীর্ঘদিন তাঁদের সন্তান হয়নি। বিদেশে চিকিৎসার পর গত বছর অন্তঃসত্ত্বা হন লিজা। গত চার মাস তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর যমজ বাচ্চা হবে; দ্রুতই করা হবে অস্ত্রোপচার। কিন্তু অনাগত সন্তানকে দেখে যেতে পারলেন না সুমন মিয়া।

নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী সুমন মিয়া হামলায় নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। বিকেলে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমন মিয়া উপজেলার চরসুবুদ্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। তাঁদের বাড়ি চরসুবুদ্দি ইউনিয়নের মহিষবেড় গ্রামে। সুমন মিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি অ্যাগ্রো ফার্ম, পোলট্রি ফিড, মাছের খামারের ব্যবসা করতেন। নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালের মর্গ থেকে সুমন মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে প্রার্থী নিহত হওয়ার ঘটনায় উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *