৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত”।

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ রাসেল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি
আজ ১৬ মে ২০২৪ তারিখ,বৃহস্পতিবার মনোহরদী উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকরণ করেন জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদার, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মো: মুশফিকুর রহমান অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক ও রিটার্নিং অফিসার, জনাব হাছিবা খান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, মো: ফরিদুর ইসলাম, আঞ্চলি নির্বাচন অফিসার, ঢাকা অঞ্চল, জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফজল এ খোদা, জনাব আবুল কাশেম ভূইয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোহরদী থানা। অতিথিরা বক্তব্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *