জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সুকমল চন্দ্র বর্মন (পিমল)জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে পুনট উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের) দায়িত্বপ্রাপ্ত কেএইচএম ওবায়দুর রহমান চন্দন। অন্যান্যদের বক্তব্য দেন মধ্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইদুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনানসহ ইফতার মাহফিলে বিএনপি ও সমমনা দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দোয়া ও ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পুত্র আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তাঁর পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন আগত রোজাদাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *