অতীতে যারা চাঁদাবাজি করেছেন আপনারা সাবধান হয়ে যান: দুলু

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকের নামে কোনো চাঁদাবাজি নাটোরের মাটিতে হবে না। অতীতে যারা শ্রমিকদের ব্যবহার করে চাঁদাবাজি করেছেন তারা সাবধান হয়ে যান। শ্রমিকদের টাকা নিজেরা ভাগাভাগির দিন শেষ। প্রকৃত শ্রমিক, নির্যাতিত ও দরিদ্ররাই এর দাবিদার। তারাই এসব অর্থ পাবেন।

শ্রমিকদের মৃত্যুকালীন ও বিবাহকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর শহরের বড় হরিশপুর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের মধ্যে ১০০ জন মৃত চালক ও চালকের সহকারীর পরিবারের মধ্যে মৃত্যুকালীন সাড়ে বার হাজার টাকা করে ও বিবাহকালীন ৪০০ জনের মধ্যে তিন হাজার টাকা করে দেওয়া হয়।

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের গলা চেপে ধরে রেখেছিল। দেশে স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের কোনো পরিবেশ ছিল না। সরকার অনেক গণমাধ্যম জোর করে বন্ধ করেছিল, অনেক সাংবাদিককে আটক করে জেলে পাঠিয়েছিল। অনেক সাংবাদিক আবার সরকারের দালালি করতে গিয়ে গণমাধ্যমকে ধ্বংস করেছে। যার মূল্য দিতে হয়েছে পুরো জাতিকে।

দুলু বলেন, দেশের গণমাধ্যম ধ্বংস হলে পুরো জাতিও ধ্বংস হয়ে যাবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিকদলের সভাপতি আবু রায়হান ভুলু, নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

পরে বিকালে নাটোরের ইউনাইটেড প্রেস ক্লাবের ইফতার মাহফিলে ক্লাবের সভাপতি মো. নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *