মো:সিরাজুল ইসলাম পলাশ
লালমনিরহাট জেলা প্রতিবিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার মৃত- ফরিদুল ইসলামের স্ত্রী মাবিয়া বেগম (৩৯) কে বিভিন্ন রকম অবান্তর কথাবার্তা বলায় এর প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে শহিদার রহমান,ও তার মেয়ে রোজাসহ বাড়ী ভাড়াটিয়াদের বিরুদ্ধে।
মঙ্গলবার ( ৭ মে) সকালের দিকে উপজেলার গোতামারী ইউনিয়ন এলাকা ৮ নং ওয়ার্ডে এঘটনাটি ঘটে।
এঘটনায় ভুক্তভোগী মাবিয়া বেগম, বাদি হয়ে ৪ জনকে আসামি করে স্হানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন,(১) শহিদার রহমান, (২)আবির হোসেন, (৩) বিজলী বেগম (৪) রোজা।
অভিযোগ সুত্রে জানা যায়,মাবিয়া বেগম দইখাওয়া শিশু সুরক্ষা কমিউনিটি স্কুলে চাকরি করতেন, তার স্বামীর মৃত্যুর চার বছর পর শহিদার রহমান সুযোগ পেলে, তাকে একা পাইলে নানা রকম অবান্তর প্রস্তাব দেয়, পরবর্তীতে মঙ্গলবার সকলে দিকে তার কর্মস্হলের কাজ শেষে বাড়ির যাওয়ার পথিমধ্যে শহিদার রহমানের বাড়ির সামনে রাস্তা পৌছা মাত্র ভুক্তভোগী মাবিয়াকে একা পেয়ে পরিকল্পিত ভাবে বাঁশের লাঠি,লোহার রড,মোটরসাইকেলের চেইন দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে পরনের কাপড় ছিড়ে বিবস্ত্র শ্লীলতাহানী ঘটায় পরে গুরুতর জখম অবস্থায় তাকে স্হানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে ভর্তি করান।
এবিষয়ে সংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের বিভিন্ন ভাবে তথ্য কাজে বাধাসহ তাড়িয়ে এসে আক্রমণ করার চেষ্টা করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)সাইফুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।