রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া পুলিশের উপপরিদর্শক আটক।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেক্স।
আজ (নয়) ৯ ই মে রোজ বৃহস্পতিবার ২০১৪।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করা হয়েছে।
(০৯) ই মে রোজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা তাঁকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ এই যুবককে থানায় সোপর্দ করে। এই যুবকের নাম আবদুল কাদের(রিদয়) (২৮)। তাঁর বাড়ি রাজশাহীর কাটাখালী থানার আশরাফের মোড় রণহাট গ্রামে। 
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আবদুল কাদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণাও করতেন। সহজে প্রতারণা করতে তিনি এসআই হিসেবে মিথ্যা পরিচয় দিতেন। 
তিনি আরও জানান, আটকের পর প্রতারিত এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *