এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোলঘেঁষা মীরসরাইয়ে পৃথক দু’টি স্থান থেকে দু’মহিলার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।প্রথম উদ্ধার করা মহিলার লাশটির বয়স আনুমানিক ৭২ বছর।
অপর দিকে সোনা পাহাড় এলাকায় অবস্থিত ‘ফেবো’ ফিলিং স্টেশনের পাশ থেকে অজ্ঞাত দ্বিতীয় মহিলার উদ্ধার করা লাশটির বয়স আনুমানিক ৩৪ বছর হবে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।
সূত্র জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী অংশে মীরসরাই উপজেলার ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের অন্তর্গত মীরসরাই পেট্রোল পাম্পের সামনে থেকে প্রথম মহিলার লাশটি উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার রাতে মহাসড়কের মীরসরাই পেট্রোল পাম্পের সামনে থেকে লাশটি দেখে এলাকাবাসী আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তবে, এখন পর্যন্ত ওই মহিলার পরিচয় মেলেনি। সুরতহাল রিপোর্টে লাশের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই বোরহান।
অপরদিকে ‘ফেবো’ ফিলিং স্টেশনের পাশ থেকে উদ্ধার করা মহিলার লাশটির বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত।
এ ছাড়া ও একের পর সন্ত্রাসী হামলার ঘটনা সহ নানাবিধ: অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটনা ঘটতে থাকায় মীরসরাই উপজেলার অধিকাংশ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে যে, মীরসরাই উপজেলা কি আগের সেই বিভিষিকাময় অবস্থার দিকে ফিরে যাচ্ছে নাকি?
উল্লেখ্য, বিগত/পতিত আওয়ামীলীগ সরকারের শাসনামলে ওই রকম একের পর এক ঘটনা ঘটতে থাকায় মীরসরাই উপজেলার সর্বোত্র মানুষজন চরম আতংক ও নিরাপত্তা হীনতায় ভূগছিলো।
গত ৫ আগষ্টের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মানুষজন মনে করেছিলেন সবাই মুক্তি পেয়ে ভয় ভীতি ও আতংক পরিহার করে নিরাপত্তার মধ্যে বসবাস করে যেতে পারবেন।
কিন্তু, কয়েক দিন ভালো ভাবে কাটানোর পর আবারো সেই একই কায়দায় ওই রকম ঘটনার জন্ম দিয়ে মীরসরাই উপজেলা কে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া কারো কামনায় ছিলো না।
ওই সব ঘটে যাওয়া ঘটনা গুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছেন এবং কোথায় তারা?
এমন প্রশ্ন মীরসরাই উপজেলার দল-মত নির্বীশেষে সকল শ্রেণী ও পেশার মানুষের।
