রাজশাহীর সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাজশাহীতে এবার সাড়ে তিন লাখেরও বেশি শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার জেলা ও মহানগরে এই ক্যাম্পেইন চলবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী জেলার ৯টি উপজেলায় এবার ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭০ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ১০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ১০৫ জন শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৭৭৯ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সিটি করপোরেশনে ৩৭৩টি কেন্দ্রে ১ হাজার ১৯ জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্বে থাকবেন। আর জেলার ৯ উপজেলায় ৫ হাজার ২৬৫টি কেন্দ্রে থাকবেন ১৫ হাজার ৮২২ জন কর্মী ও স্বেচ্ছাসেবক। মতবিনিময় সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মাহাবুবা খাতুন, মেডিকেল অফিসার ডা. তামান্না কবীর প্রমুখ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *