রাজশাহীতে সাংবাদিক লাঞ্ছিত ঘটনার প্রতিবাদ ও বিভিন্ন কর্মসূচি গ্রহন

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজেস্ব প্রতিবেদক,

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন ও আহবায়ক কমিটির সদস্য মৃদুল ইসলাম সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়ায় প্রতিবাদ ও নিন্দা-জ্ঞাপন, মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির আহ্বায়ক কমিটি।
আজ বুধবার (২০মার্চ) দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই আলোচনা সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আল-আমিন, ও সদস্য সচিব মোঃ হুমায়ুন কবীর সহ আহবায়ক কমিটির সদস্য তুহিন, রিয়াজ, রাজন
এই সভায় চলমান পরিস্থিতি নিয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তে প্রতিবাদ ও নিন্দা-জ্ঞাপন, মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচি করা সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির তারিখ এবং সময় প্রকাশ হলে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সকল সদস্যদেরকে কর্মসূচিতে উপস্থিত থাকার আহবান জানান
উলেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল হোসেন। গত সোমবার (১৮মার্চ) বেলা দেড়টার দিকে রাজশাহী নগরীর সাবেক বর্ণালী সিনেমা হলের পিছনে হেতেমখাঁ এলাকায় গ্রিনফিল্ড টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিপন নামের এক সন্ত্রাসী এ হামলা চালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *