জয়পুরহাট জেলা প্রতিনিধি রামবাবু বর্মন
জয়পুরহাট জেলার কালাই পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের মূলগ্রাম হিন্দু পাড়ায় প্রতি বছরের ন্যায় এ বছরে (২০ ও ২১ শে মার্চ ২০২৪ ) বুধবার সকাল ছয় টা থেকে ১৬ পহর ব্যাপী রাধা গোবিন্দের লীলারস কীর্তন শুরু হয়েছে
জেলা ও উপজেলার সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দ উপস্থিত হয়ে কীর্তন শ্রবণ করছেন
২২ শে মার্চ ২০২৪ শুক্রবার কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে শেষ হবে
নীলারস কীর্তন পরিবেশনায়
শ্রী গোবিন্দ সরকার, সাতক্ষীরা
শ্রীমতি সুকৃতি মহন্ত ,নাটোর
শ্রী খোকন চন্দ্র সরকার, নওগাঁ
সুপ্রিয়া রানী সরকার, বাংলা হিলি দিনাজপুর
অনুষ্ঠানে সভাপতি শ্রী মুকুল চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল চন্দ্র বর্মন