বাঘায় ১০০০ পিচ ইয়াবা সহ আটক নাসির।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

রাজশাহী জেলা প্রতিনিধি।
রাজশাহীর বাঘায় ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নাসির উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। গত সোমবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক দুইটা ২০ মিনিটে দিকে বাঘা উপজেলাধীন পাকুড়িয়া গ্রাম থেকে ইয়াবা সহ তাকে আটক করে ডিবি পুলিশ।

আটককৃত নাসির উদ্দিন বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত সামাদ আলী ওরফে মাজেদ আলীর ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ গত ১৮ মার্চ ২০২৪ খ্রি. দুপুর ০২:০০ টায় রাজশাহী জেলার বাঘা থানার পাকুরিয়া বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গত ১৮ মার্চ ২০২৪ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া গ্রামস্থ জনৈক মো: সাহাবুল (৩০)-এর পাকুরিয়া কারিগরপাড়া টু পাকুরিয়া খেয়াঘাটগামী রাস্তাস্থ আম বাগানের পূর্ব পার্শ্বের কাঁচা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো: আব্দুর রহিম ও ফোর্স-সহ দুপুর ০২:০৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুপুর ০২:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: নাসির উদ্দিনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হতে একটি নীল রঙয়ের এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ১০০ পিচ ইয়াবা এবং পলাতক আসামি মো: উজ্জল হাওলাদারের ফেলে যাওয়া একটি লাল রংঙের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ০৯ টি নীল রংঙের এয়ারটাইট পলিপ্যাকের মধ্যে রক্ষিত মোট ৯০০ পিচ ইয়াবা-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর তিনজন সহযোগী মাদকব্যবসায়ী ১। মো: উজ্জল হাওলাদার (৩৫), পিতা: মো: সুকচান হাওলাদার, সাং-কিশোরপুর, ২। মো: ফারুক হোসেন (৪৫), পিতা: মৃত আলমাছ আলী ব্যাপারী, সাং: আতারপাড়া, ৩। মো: রুবেল হোসেন, পিতা: মো: আনারুল ইসলাম, সাং: পাকুরিয়া কামারপাড়া, সর্ব থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *