নিজস্ব প্রতিবেক
নাটোরের লালপুরে অহনা নামের (৬) বছরের প্রতিবন্ধী শিশুর রহস্য জনক ভাবে মৃত্যু । অহনা কদিমচিলান ইউনিয়নের কদিমচিলান গ্রামের অন্তর আলীর মেয়ে। অহনা জন্ম কাল থেকেই শারীরিক প্রতিবন্ধী ছিলো ।
স্থানীয় এলাকায় বাশি, পুলিশ সূত্রে জানা যায়। প্রায় দুই মাস আগে মেয়ের মা আবেদা সুলতানা মৌসুমীকে কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আনসারুলের উপস্থীতে শালিশের মাধ্যেমে খোলা তালাক হয়। তার পর থেকে
অহনা কদিমচিলান গ্রামের অন্তর আলীর বাবার বাড়িতে থাকতো সে খানেই আজ সকাল ছয়টাই দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর ব্যাপারে অহনার মায়ের অভিযোগ আমার মেয়ে অহনাকে অবহেলায় ও ঘুমের ঔষধ খাওয়াইয়ে মেরে ফেলেছে তারা।
এ ব্যাপারে লালপুর থানার ওসি নাসিম আহাম্মেদ জানান ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে পোস্ট মর্ডাম রির্পোট পেলে
আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
#
আজ তারিখ
৯-৫-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com