নাটোর বড়াইগ্রাম ও বনপাড়া- মহাসড়কের দু পাসে বিভিন্ন মৌসুমে ফল তরমুজ-বাঙ্গি বেচাকেনার হিড়িক ।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ আব্দুস সালাম : সম্প্রতি নাটোর জেলায় অবস্থিত বড়াইগ্রাম ও
বনপাড়া -হাটিকুমরুল মহাসড়কের বাজিতপুর-মাড়িয়া এলাকায় মহাসড়কের পাশে সাজানো বাঙ্গি, তরমুজ, মিষ্টিকুমড়া, চালকুমড়া সহ কৃষকের উৎপাদিত নানা কৃষি পণ্য ও বিভিন্ন মৌসুমে ফল ক্রয় বিক্রয় হয়ে থাকে । তার মধ্যে অন্যতম হল তরমুজ ও বাঙ্গি। ঢাকা- রাজশাহী সহ আশেপাশের বিভিন্ন জেলায় ভ্রমন কারী পথচারীরা হয়ে থাকেন ক্রেতা । সহজ মুল্যে সরাসরি কৃষকের কাছ থেকে পন্য ক্রয় করতে পেরে পথচারীরা আনান্দিত ।

কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধা পর্যন্ত মহাসড়কের দুই পাশে বসে সবুজ-হলুদ বাহারি রঙের মৌসুমি ফলের হাট। দিনের আলো ফুটতে না ফুটতেই চাষীরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসেন তরতাজা বাঙ্গি-তরমুজ ও অন্যান্য কৃষি পণ্য। দিনভর পথচারীদের পদচারণায় মুখরিত হয় মহাসড়কের দুই পাশ। চলে দরদাম। এমন দৃশ্যের দেখা মিলবে রাজশাহী -ঢাকা ভ্রমন কালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে।

উপজেলার মানিকপুর, মাড়িয়া, বাজিতপুর, তারানগর, শ্রীরামপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মহাসড়কের পাসে বাঙ্গি আর তরমুজ নিয়ে বসেন কৃষকরা। ভোর থেকে ক্রয় বিক্রয় চলে সন্ধা পর্যন্ত ।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনার ধুম পড়ে যায়। এই হাটের ক্রেতা হয় সাধারণত মহাসড়কে চলাচল করা যাত্রীরা, তারা বাস, ট্রাক,মাইক্রো, প্রাইভেটকার, মোটরসাইকেল থামিয়ে কৃষকের কাছে থেকে তরতাজা ফল কিনে নেয়। সরাসরি কৃষকের কাছে থেকে তরতাজা ফল কিনতে পেরে খুশি পথচারীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *