কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান চতুর্থ বারের মতো আবারও নির্বাচিত হলেন।

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

স্টাফ রিপোর্টার রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায় ৮ই মে ২০২৪ বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৪ শত ৫৪ ভোট পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চতুর্থ বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ,আনারস প্রতীকে ৩০ হাজার ৯ শত ৪৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা উড়োজাহাজ প্রতীকে ৪৩ হাজার ৩শত ৯৩ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সানোয়ার হোসেন ছানা টিউবওয়েল প্রতীকে১৪ হাজার ১শত ৯৩ ভোট পেয়ে পরাজয় বরণ করেন ও মহিলা ভাইস চেয়ারম্যানপ্রার্থী মেরিনা খাতুন হাঁস মার্কা প্রীতিকে ৪৩ হাজার ১৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মরিয়ম নেছা
কলস প্রতীকে ৩১ হাজার ৪শত ১৩ টি ভোট পেয়ে পরাজীত হয়েছেন । সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে, তবে উপজেলার কোথাও কোন এলাকায় কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আইন-শৃঙ্খলার বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে ও টহল ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *