জন্মভূমি নিউজ ডেক্স
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড নারী দলকে ৩৪ রানে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭৬ রান। ইনিংসের মূল নায়ক ছিলেন কাপ্তান নিগার সুলতানা জ্যোতি, যিনি মাত্র ৫৯ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাটিংয়ে ভর করে দল পায় বড় সংগ্রহ।
জবাবে স্কটল্যান্ডের ব্যাটাররা লড়াই করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে শেষপর্যন্ত গুটিয়ে যায়। তারা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে ২৪২ রান। বল হাতে দ্যুতি ছড়ান নাহিদা আক্তার, যিনি ১০ ওভারে মাত্র ৪ উইকেট নিয়ে স্কটিশ ব্যাটিং লাইনআপে ধস নামান।
এই জয়ের ফলে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও মজবুত করল বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স তুলে ধরে টাইগ্রেসরা প্রমাণ করেছে, তারা মূল পর্বে জায়গা করে নিতে তৈরি।