জন্মভূমি নিউজ ডেস্ক:
পারিশ্রমিক না পেয়ে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেছিলেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচে জিতেছে তাসকিন আহমেদের দুর্বার রাজশাহী। গ্রুপের শেষ ম্যাচে রাজশাহী দুই বিদেশি নিয়ে খেলতে নেমেছে। ম্যাচে এসএম মেহরবের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ১১৭ রান করতে পেরেছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুর স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে সিলেটের জাকির হাসান, জাকের আলী ও আহসান ভাটিয়া সেট হয়েও ফিরে যান। জাকির ২৫ বলে ২৪ ও আহসান ২১ বলে ২৫ রান করেন। জাকের ১৮ বলে ১৭ রানের ইনিংস খেলেন। এছাড়া শেষে সুমন খান ২০ রান করেন।
সিলেটের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। সামিউল্লাহ সেনওয়ারির সঙ্গে আরিফুল হক ওপেনিংয়ে নেমে বিস্ময় উপহার দেন। তারা যথাক্রমে ৯ ও ৭ রান যোগ করেন। চারে নামা সাজ্জাদুল শূন্য করে ফিরে যান।
রাজশাহীর হয়ে এসএম মেহরব একাই ৪ উইকেট নিয়েছেন। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দেন। মৃত্যুঞ্জয় চৌধুরী নেন ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট। তাসকিন একটি ও আফগান পেসার আফতাব আলম ১ উইকেট নেন।