নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে বাদশা প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। নিহত বাদশা নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তিনি মাদক মামলার আসামীর ছিলেন। রোববার বিকেলে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
নওগাঁ জেল সুপার নজরুল ইসলাম বলেন, বাদশা প্রামাণিক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার আসামী ছিলেন। গত বছরের ১৮ ডিসেম্বর জেল হাজতে আসেন। তিনি এ যাবৎ তিনবার জেল হাজতে আসেন।
তিনি বলেন- রাতে বাদশা প্রামাণিকসহ ৪-৫ মিলে গল্প করছিল। হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে। এরপর খারাপ লাগে বলে শুয়ে পড়ে। তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তিনি অসুস্থ কিনা আমাদের আগে কখনো জানায়নি। মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।