কালাই প্রতিনিধি : সুকমল চন্দ্র বর্মন।
৩০ এপ্রিল ২০২৪ সকাল ৭ টা ৪০ মিনিটে জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় শাওন এন্টারপ্রাইজ বগুড়া ব-১১০০ ২৪,। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা পেট্রলপাম্পের কিছু দূর পর ও নিশ্চিন্তা বাজারের পশ্চিম পাশে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উক্ত শাওন এন্টারপ্রাইজ লোকাল বাসের যাত্রী ছাদ থেকে পড়ে গিয়ে গুরতর আহত হয়। আহত ব্যক্তিকে স্থানীয়রা চিকিৎসার লক্ষে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আহত ব্যক্তি মারা যায়। বাস যাত্রীদের কাছ থেকে জানা গেছে বাসের ছাদ থেকে পরার সময় জীবন বাঁচার তাগিদে বাসের রেলিং ধরে ঝুলন্ত অবস্থায় দেখে বাস চালককে বাসটি থামানোর জন্য বললে বাস না থামিয়ে বগুড়ার উদ্দেশ্য দ্রুত চলে যেতে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় নিহত ব্যক্তি ফেরিওয়ালা ছিল। তার বাড়ির ঠিকানা কেউ বলতে পারে না। স্বাস্থ্যকমপ্লেক্সে হিসাবে নাম উল্লেখ রয়েছে।