বন্ধু মহল ব্লাড ডোনাল সোসাইটি ঢাকা বিভাগীয় সম্মেলন

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃফরহাদ হোসেন খলিল
স্টাফ রিপোর্টার
বন্ধু মহল ব্লাড ডোনাল স্বেচ্ছাসেবী কতৃক আয়োজিত ঢাকা বিভাগীয় সম্মেলন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠানটি এ রক্তদান কর্মসূচি পালন করে আসছে৷ বিগত (০৩) তিন বছর যাবত সারাদেশে বিনামূল্যে মুমূর্ষু রোগীদের রক্তের যোগান দিয়ে আসছে ও ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশের মানুষকে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দিয়ে আসছে।
বিগত (০৩) তিন বছরে (৩৬০০০)হাজার ব্যাগ রক্ত ম্যানেজ করে দিতে সক্ষম হয়েছি ও (২১৫) দুই শত পনের টি ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি। এবং এবং স্বেচ্ছায় রক্তদান করার জন্য রয়েছে (৫৮) আটান্ন টি জেলা কমিটি, ও (১২) বারোটি উপজেলা কমিটি এবং (০৯) নয়টি ক্যাম্পাস কমিটি।

একই সাথে ঢাকা বিভাগে রয়েছে (১১) এগারোটি জেলা কমিটি, (০৬) ছয়টি উপজেলা কমিটি এবং (০৬) টি ক্যাম্পাস কমিটি।

এই স্বেচ্ছাসেবীর কাজ গুলো বৃদ্ধি করতে আজ ( ৩০) এপ্রিল রোজ মঙ্গলবার ঢাকা বিভাগের সকল স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে বিভাগীয় সম্মেলনের আয়োজন করে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি ৷ উক্ত বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয় কমিটির প্রদান সহ অনেক স্বেচ্ছাসেবী সেখানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি প্রিন্ট পত্রিকার মশক সম্পাদক জনাব (মোঃ ইলিয়াস মোল্লা ) উক্ত অনুষ্ঠানে (২০০) দুইশত এর অধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন৷উক্ত সম্মেলনে বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির ঢাকা বিভাগের সমন্বক জনাব গোলাম কিবরিয়া সকলকে রক্তদানে উৎসাহিত এবং রক্তদানের সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন৷ বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি সম্মেলন সঞ্চালনা করেন জনাব মোঃ আরিফুল ইসলাম (আরিফ)সমন্বয়ক বন্ধু মহল ব্লাড ডোনাল সোসাইটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *