কালাইয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে অর্থের চেক বিতরণ।

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

কালাই প্রতিনিধি : সুকমল চন্দ্র বর্মন।
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল হতে বরাদ্দকৃত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে , মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন উক্ত উপজেলার বিভিন্ন আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক সাহায্য সহযোগিতার জন্য মাননীয় আবু সাঈদ আল মাহমুদ স্বপনএমপি , মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করায় তিনি কালাই উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ তহবিল হতে অর্থ চেক প্রদান করেছেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের মাঝে ১১ লক্ষ ৩০ হাজারটাকার অর্থের চেক বিতরণ করা হয়েছে। সুবিধাভোগীরা অর্থের চেক হাতে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ও মননীয় হুইপ আল মাহমুদ স্বপন এমপির মঙ্গল কামনা করে তারা দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *