থার্টি ফার্স্ট নাইট ঘিরে মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান, গ্রেপ্তার ৩৯৩

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

নিজস্ব সংবাদদাতা
থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালিয়ে গত তিন দিনে বিদেশি মদ ও বিয়ারসহ ৩৯৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাজধানীতে ৮টি বিশেষ টিমসহ সারা দেশে টিম গঠন করে এই অভিযান চালানো হয়।

আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীসহ সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান চালানো হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় হোটেল দ্য ওয়েস্টিনে পরিচালিত বিশেষ অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেঁনেসায় বিদেশি মদ-৩২ বোতল, হোটেল রিজেন্সিতে অভিযান চালিয়ে মদ-৯১ বোতল ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী হতে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *