মোঃ মাসুদ নরসিংদী ,
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ০১/এপ্রিল ২০২৪ইংরেজি তারিখ রোজ সোমবার বিকাল চার ঘটিকায় নবগঠিত সংগঠন, উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।মেহেরপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলন এর প্রধান কার্যালয়। উপস্থিত ছিলেন
প্রধান অতিথি, মোহাম্মদ খাইরুল কবির , সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা। বিশেষ অতিথি, সজীব রায়হান সোহাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা। প্রধান বক্তা, মোঃ সাখাওয়াত হোসেন সরকার, ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাধবদী থানা শাখ । মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম। আর যারা এই ধর্মকে নিয়ে, কটুক্তি করবে, তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইফতার পার্টি দেওয়া যাবেনা। আমি বলতে চাই এটা তার কোন আইনে লেখা আছে । প্রিয় মুসলিম ভাইরা, এখন বলেছে ইফতার খাওয়া লাগেনা। পরে বলবে ইসলাম ধর্ম পালন করা যাবে না। এ কথাটা তার মুখ থেকে বের হতেও পারে । ইসলাম প্রিয় ভাইরা আপনারা প্রস্তুত থাকেন রক্ত যখন দিয়েছি আরো দেবো । আমরা আন্দোলন গড়ে তুলবো ইসলাম আছে এবং থাকবে। দেবোমূল্যর উর্দু গতি এ নিয়ে কারো মাথা ব্যাথা নেই । সাধারণ মানুষ না খেয়ে থাকে। একমুঠো অন্যের জন্য হাহাকার করে, তারা বাঁচতে চায়। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র বিদ্যমান শিক্ষা সংস্কৃতিক,অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী -ই একমাত্র সমাধান ,। অন্য এক বক্তা বলেন, ইসলামী আন্দোলনের নেতাও কর্মীরা অসহায়, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, এবং তাদের সাহস যোগায় বেঁচে থাকার জন্য । আজকের শিশু আগামী কালের ভবিষ্যৎ। আর বর্তমানের ছাত্ররাই পারবে দরিদ্রহীন বাংলাদেশ গড়তে ।নবগঠিত সদস্যর নাম সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি নাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক, হুজাইফা, প্রশিক্ষণ সম্পাদক রাকিব হোসেন, অর্থ কল্যাণ সম্পাদক, সৈকত হোসেন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক জুনায়েদ আল হাবিব। সদস্য নাঈম হাসান ।