জন্মভূমি নিউজ ডেক্স
মো: নুরুল ইসলাম পিতা মৃত: মোকছেদ আলী তিনি তার নিজকৃত সম্পত্তি মাপ যোগ করার জন্য ডেকে আনেন ০৯/০৩/২০২৪ তারিখে মোঃ আবুল কাশেম কে ( বি.এ অনার্স এম.এ সার্ভেয়ার ) রেজি: নং- ৩০০২০২৪৬৯৯ গ্রাম: বিল ধর্মপুর কুপেরহাট থানা: পবা ( কর্ণহার ) জেলা: রাজশাহী
সার্ভেয়ার: মোহাম্মদ আবুল কাশেম জমি মাপ যোগ শেষ করে বাড়ি ফেরার পথে সার্ভেয়ার মো: আবুল কাশেম কে রাস্তা অবরোধ করে মো: আনোয়ার হোসাইন গ্রাম: চক কাজিজিয়া থানা: তানোর জেলা: রাজশাহী। লিজকৃত সম্পত্তির পাশে আনোয়ার হোসেনের ১৮ শতক জমি আছে মো: নুরুল ইসলামের ৩০ শতক জমি অবৈধভাবে দখলের চেষ্টা করছিল সেই সূত্র ধরে মোহাম্মদ নুরুল ইসলাম সার্ভেয়ার আমিন ডেকে মাপ যোগ শুরু করায় মোঃ আনোয়ার হোসেন বিরোধিতা করেন এবং সার্ভেয়ার এর সাথে সময় বিকাল ৫:০৬ মিনিটে উগ্র মেজাজে কথা বলেন এবং প্রাণনাশের হুমকি দেন।