চট্টগ্রামের মীরসরাইয়ের চিনকীরহাট এলাকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়কের চিনকীরহাট এলাকায় পিকআপ ও সিএনজি’ মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত হয়েছেন ৭জন।
১৪ জুন (শনিবার) বিকাল সোয়া ৪টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে বলে পাওয়া খবরে প্রকাশ।
সূত্র জানায়- পুরাতন সড়কের বারইয়ারহাট-করেরহাট রুটের চিনকীরহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে বরাবর পিকআপ ও সিএনজি’র মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ জন। হতাহতের মধ্যে কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন দেখা দেয়ায় তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যেকদর্শিরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *