অবশেষে জাতীয়তাবাদী দলের ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা আদালতের ।

রাজনীতি
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃ আব্দুস সালাম: অবশেষে সত্যর জয় হলো । বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ কারী প্রার্থী মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইন্জিনিয়ার ইশরাক হোসেন আদালতের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়েছেন ।

জানা যায় যে,২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল ঘোষণা করা হয়েছে।একইসঙ্গে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদেশে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ঘোষিত সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।রায় ঘোষণার পর আদালত চত্বরেই বিজয় মিছিল করেন তিনি। জানা গেছে, গেজেট পাস হলে শপথ নেবেন ইশরাক হোসেন।ইশরাক অবিভক্ত ঢাকার সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। একই সঙ্গে তাকে (ইশরাক হোসেন) মেয়র হিসেব ঘোষণার আবেদন করি। আদালত আজ আমাদের পক্ষে রায় দিলেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬ জন প্রধান প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফলে ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়লাভ করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট পান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশরাক হোসেন।

তবে নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ জানান বিএনপির ইশরাক হোসেন। ওই বছরের ৩ মার্চ ভোটে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক হোসেন।

এর আগে গত বছরের ১ অক্টোবর ২০২১ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *