মোছাঃ নিছপা আক্তার
হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।। বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন শোভাযাত্রা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ সোমবার সকাল ১০ টায় সার্বজনীন শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, কৃষি অফিসার চিন্ময় কর অপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আলী আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, সাংবাদিক সাজিদুর রহমান, ফয়ছল আহমেদ চৌধুরী, এম শামছুদ্দিন, সিজিল আহমেদ সহ বিভন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা সভাকক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনী করা হয়।
