মোহাম্মদ মাসুদ স্টাফ রিপোটার নরসিংদী
নরসিংদী জেলা বিএনপি’র আয়োজনে অবস্থান কর্মসূচি, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখহাসিনা সহ, তার খুনি দোসরদের বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করেন, দিনটির সকল অংক সংগঠন । মোহাম্মদ দিদার হোসেন আওয়ামী লীগের উদ্দেশ্য করে বলেন আপনারা অতীতের যা করেছেন ভবিষ্যতে করার চেষ্টা করিবেন না। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করিলে আপনারা পালাবার পথ যে পাবেন না সময় থাকতে ভালো হয়ে যান। আর যারা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদেরকে সাবধান করে দিতে চাই আপনাদের বিচার এই বাংলার মাটিতে হবে পালাতে পারবেন না ইনশাআল্লাহ, । আরো বক্তব্য রাখেন বিএনপি’র অন্যান্য মিতা ও কর্মীরা ।