(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)
মোহাম্মদ রবিউল হাসান দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থতায় ভুগছেন, তার স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রয়েছে,বাড়ি লামা পৌরসভা এলাকার ৫ নং ওয়ার্ড কুড়ালিয়াটেক গ্রামে, গত চার বছর আগে শারীরিক অসুস্থতার কারণে পুঙ্গুত্ব বরণ করেন। এ খবর পেয়ে খোঁজ খবর নেন লামা উপজেলা বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী কোম্পানি , দানবীর সমাজ সেবক‘ সমাজের অবহেলিত মানুষকে সেবা করায় তার ধর্ম।
নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি আত্ম মানবতার সেবায় নিজেকে ব্যস্ত রেখে স্বাচ্ছন্দ্যে বোধ করছেন আইয়ুব আলী কোম্পানি। মানবতার আত্ম গোঙ্গানি তার কানে পৌঁছার সাথে সাথে বিভিন্ন পাড়া গাঁয়ে ছুটে যান তিনি।
এ ধারাবাহিকতায় রবিবার রাত ৯ ঘটিকার সময় অসুস্থ মোহাম্মদ রবিউল হাসানকে আর্থিক অনুদান হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেন মোঃ আইয়ুব আলী কোম্পানি, এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সদর পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী মোঃ মাহবুবুররহমান , সার্জেন হাজী মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ আরাফাত আলী।
আর্থিক অনুদান প্রদানের সময় মো. আইয়ুব আলী বলেন,শুধু রবিউল হাসান নয়, সমাজে কষ্টে থাকা মনুষের পাশে দাঁড়াতে আমি স্বাচ্ছন্দ বোধ করি, গত কাল ও তারও ক’দিন আগে আরো তিন’জন অসুস্থ রিক্সা শ্রমিক, একজনকে পাঁচ হাজার, আরেক জনকে দশ হাজার টাকা নগদে সহায়তা করেন,ও আমার এই সহযোগিতা অব্যাহত থাকবে, তিনি এই হত দরিদ্র অসুস্থ রবিউল হাসানের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।