নিজস্ব প্রতিবেদক,
সোনার বাংলাদেশকে নতুন রুপে সুন্দর করে সাজানোর লক্ষ নিয়ে রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার প্রধান বাজার তানোর গোল্লাপড়া বাজারে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির (ঢাকা) সদস্য ও তানোর উপজেলা শাখার সভাপতি মহোদয় জনাব প্রভাষক মো: এরশাদ আলীর ও সমাজ সেবক জনাব মোঃ আলমাস আলীর যোথ উদ্যোগে নিজ হাতে ও নিজ অর্থায়নে সারাদিন পরিশ্রম করে সততার সহিত দীর্ঘ দিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা ও পানি নিষ্কাশনের জন্য অকেজো ড্রেন পরিস্কার করা হয়েছে এবং পরিস্কারের কাজ চলমান রয়েছে। জনস্বার্থে মহৎ এই কাজ দেখে তানোর বাজার বনিক সমিতি সভাপতি মহোদয় জনাব মোঃ সারোয়ার জাহান ও বাজারের সকল ব্যবসায়ী এবং জনসাধারণ অত্যন্ত খুশি হন ও স্বাগত জানান। সেই সাথে সকলেই পাশে থেকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। জানা যায় যে পর্যায়ক্রমে বাজারের সকল আবর্জনা জমে থাকা কাজ বাজারের সুবিধার জন্য সুষ্ঠভাবে সমাধান করার লক্ষে কাজ করা হবে বলে ইচ্ছা পোষণ করেন মানবাধিকার সংস্থার তানোর উপজেলা শাখার সভাপতি জনাব প্রভাষক মোঃ এরশাদ আলী ও সংস্থার সদস্য বৃন্দ ও সমাজ সেবক জনাব মোঃ আলমাস আলী। পাশে থাকার আশ্বাস দেন তানোর বাজারের বনিক সমিতির সভাপতি মহোদয় ও সচেতন নাগরিক সমাজ তথা বাজার এলাকার সকল জনসাধারণ।