আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশালে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন আরো ৭০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ৫ম পযার্য়ের ২য় ধাপে এসব পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম এর উদ্বোধন ও ঘরের চাবি ও জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
রবিবার (০৯ জুন) বিকালে ত্রিশাল উপজেলা পরিষদ হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
ময়মনসিংহ-৭ ত্রিশাল সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য এর দিকনির্দেশনায় ও জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা টাঙ্কফোর্স কমিটির সকল সদস্যদের সার্বিক সহযোগীতায় উক্ত প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান- ত্রিশালে প্রধানমন্ত্রীর মানবিক উপহার হিসাবে আশ্রয়ন প্রকল্পের আওতায় আরও ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার নতুন ঘর পাবেন। ১১ই জুন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের চাবি হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন,এর আগে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় ভূমিহীনদের জন্য ত্রিশাল উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের দুই শতক জায়গাসহ পাকা ঘর নির্মাণের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ উপজেলায় সর্বমোট ১৫৩টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রদানের মাধ্যমে গত ২০২২ সালের ৩১ মার্চ ভার্চুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন। গত ২০২২ সালের ৩১ শে মার্চ সর্বশেষ এ উপজেলায় চতুর্থ ধাপের ৩৩ ঘর বরাদ্দ দিয়ে এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘপজেলা ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। দুই বছর পর এবার চলতি বছরে ৫ম পর্যায়ের ২য় ধাপে আরো ৭০ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।