রাজশাহী চারঘাটে বিদেশী পিস্তুল ও গুলিসহ ৩ জন আটক করে পুলিশ

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তুল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, মেহেদী হাসান মুন্না (২৮),হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫)। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঘটনার সত্যতা শিকার করেছেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওয়ারেন্ট তামিলকরতে চারঘাট মডেল থানার ওসির নিদের্শনায় উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই তপন, এএসআই হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে একদল পুলিশ উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাত প্রায় ৩ টার দিকে রায়পুর মহাজনপাড়া এলাকার জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ীতে অভিযান পরিচালনার সময় তার শয়ন কক্ষে ৩ ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়।

পরে ওই ঘর থেকে মেহেদী হাসান মুন্না (২৮),হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫) কে আটক করা হয়। সকলেই আত্মগোপনেছিলেন। পওে আটককৃত মেহেদী হাসান মুন্নার শরীর তল্লাসী করলে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করাহয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায়একটি মামলা করা হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিক বলেন, আটককৃতরা কোন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য কিনা সেই রহস্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার সকালে তাদের আদালতের পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *