বাঘায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ।

রাজশাহী
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে । সোমবার (১৪ এপ্রিল) বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার । এর আগে সেখানে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। গ্রামীন ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয়।

বাঙালীর নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ধর্মবর্ণ ভেদে দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। অতীতের ভুল ক্রুটি ব্যার্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। দিনটি হয়ে উঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব।

বাঘা উপজেলা চত্বরে দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। যেখানে বাঙ্গালির ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদে ভর্ত্তা, বিভিন্ন মিষ্টান্ন, পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে।

উল্লেখ্য, বাঘা উপজেলা বিএনপির আয়োজনে নেতাকর্মীদের নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা করেন দলটির দায়িত্ব প্রাপ্ত নেতারা। এছাড়াও দুইদিন ব্যাপী উপজেলার পীরগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *