মোহনপুর প্রতিনিধি
উপজেলা নির্বাচনে মোহনপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেই নারী নেত্রী হাবিবা বেগম। এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে হাবিবা বেগম পদ্মাফুল প্রতিক নিয়ে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এতো বিপুল ভোটের আর কোনো চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়নি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডলি আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। এছাড়াও পলিরানি সেলাই মেশিন প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩১ ভোট, রাবিয়া খাতুন কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৬৪ ভোট ও সানজিদা রহমান প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৯৮ ভোট।
এরআগে বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল চারটা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে রাতে ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন