বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি,
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু (আনারস) ৪০ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুদান আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস (দোয়াত কলম) ২৪ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম ভূট্টু (তালা) ৪৫ হাজার ৬৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ব্যবসায়ী বেলাল হোসেন পাটোয়ারী ৩৯ হাজার ৩৭৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চামেলী বেগম (কলস) ৩১ হাজার ২৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আঞ্জুয়ারা বেগম (হাঁস) ) ২৫ হাজার ১২ ভোট পেয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বুধবার দিবাগত গভীর রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ নতুন।
এ নির্বাচনে ব্যালেট পেপারের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয় এবং বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছেন।
#
আজ তারিখ
৩০-৫-২০২৪ইং
মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব
০১৭২৫৮২১২১৭
shihab1995uddin@gmail.com