সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার ” স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে বাঘা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে বাঘা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশাদুজ্জামান, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিষদের সচিববৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জনপ্রতিনিধিদের আচরণ দিয়ে উপকারভোগীর সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।