পুকুরে পাওয়া গেল মাথা, নারীকে ভোরে ডেকে আনে রনি

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

জন্মভূমি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতার পরিত্যক্ত গোয়ালঘর থেকে মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুরের দিকে ঘটনাস্থলের পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় মাথা।

আজ মঙ্গলবার সকালে মাথাবিহীন মরদেহ দেখে স্থানীয় লোকজন এবং পুলিশের ধারণা হয়েছিল এটি কোনো তরুণীর দেহ হবে। তবে মাথা পাওয়ার পর পুলিশ নিশ্চিত হয়েছে এটি মধ্যবয়সী এক নারীর মরদেহ। নিহত নারীর পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ। ভোরে ওই নারীকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। মাথা বিচ্ছিন্ন ছিল, হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে প্রথমে ধারণা পাওয়া গিয়েছিল

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম হরলুজা বেগম (৫০)। তিনি আখাউড়া উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী। এ ঘটনায় আটক হওয়া তরুণ ফারহান রনি ভোরের দিকে তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। কী কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত জানতে পারেনি।

রাজহাঁস খুঁজতে গিয়ে মেলে মরদেহ!

স্থানীয়রা জানান, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল রাজহাঁস চুরির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে গিয়ে ওই এলাকার শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির গোয়ালঘর থেকে পোড়া মাংসের গন্ধ পান তারা। সেখান থেকে ধোঁয়া বের হতেও দেখেন স্থানীয়রা।

ঘটনা কী জানতে চাইলে তখন ওই ঘরে থাকা ফারহান রনি বলেন, তিনি গাছের পাতা পোড়াচ্ছেন। তার কথা বিশ্বাস না হওয়ায় হাঁসের মালিক এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল সেখানে প্রবেশ করতে চান। এ সময় ফারহান তাদের বাধা দেন এবং হত্যার হুমকি দেন।

সন্দেহ হওয়ায় তারা আরও কয়েকজনকে নিয়ে ঘরটিতে প্রবেশ করেন এবং সেখানে ঘরের মেঝেতে খনন করা একটি গর্তে মরদেহ পুড়তে দেখেন। তারা ফারহানকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।

আটক হওয়া ফারহান আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। ঘটনাস্থলে সিআইডি টিম এসেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আখাউড়া থানা ও সিআইডি টিম কাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, ফারহান রনি এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার মাদক কারবারের কারণে এলাকায় বহুবার সমস্যা তৈরি হয়েছে। এমন একটি নৃশংস ঘটনায় তিনি জড়িত থাকায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ঘটনা সম্পর্কে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, ভোরে ওই নারীকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। মাথা বিচ্ছিন্ন ছিল, হাতে চুড়ি থাকায় দেহটি নারীর বলে প্রথমে ধারণা পাওয়া গিয়েছিল। পরে বিচ্ছিন্ন মাথা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। তবে কী কারণে ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে বীভৎসভাবে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় ফারহান রনি নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে মাদকাসক্ত। সে উল্টাপাল্টা কথা বলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, জিজ্ঞাসাবাদে ফারহান রনি একেক সময় একেক কথা বলছে। এ কারণে স্পষ্টভাবে সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *