বড়াইগ্রামে নবজাতকের অসহায় দরিদ্র পিতার পাশে বনপাড়া পৌর প্রশাসক

দেশের খবর
Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর এলাকার এক অসহায় দরিদ্র পিতার পাশে দাঁড়িয়েছেন মানবিক বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম।
জানা যায়, বনপাড়া পৌর এলাকার এক অসহায় দরিদ্র ব্যক্তির স্ত্রীকে প্রসব বেদনা অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান, পরে গর্ভবতী স্ত্রীর সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে একটি ফুটফুটে নবজাতকের জন্ম হয়। আকস্মিক এমন পরিস্থিতিতে হাসপাতালের বিল, ঔষধপত্র সহ আনুষঙ্গিক খরচ যোগাতে প্রায় অসহায় হয়ে পড়েছিলেন ওই নবজাতক সন্তানের অসহায় পিতা। এই খবর বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলাম জানতে পারলে, তিনি মানবিক সহযোগিতার জন্য দ্রুত হাসপাতালে ছুটে যান। ওই সময় তিনি ব্যক্তিগতভাবে ও বনপাড়া পৌরসভার পক্ষ থেকে অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন, পাশাপাশি নবজাতকের প্রাথমিক প্রয়োজনীয় জিনিসপত্র ও মায়ের স্বাস্থ্য সুরক্ষায় ফলমূল প্রদান করেন।
এ সময় ওই অসহায় ব্যক্তি আবেগ আপ্লুত কন্ঠে জানান, হঠাৎ এত খরচ এর কথা শুনে দিশেহারা হয়ে পড়েছিলাম, আমাদের মানবিক এসি ল্যান্ড স্যার এই দুঃসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমি এবং আমার স্ত্রীর তার কাছে চীর ঋণী হয়ে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *