রাবিতে ভবন ধসের ঘটনা তদন্তে গিয়ে যা বললো দুদক কর্মকর্তা

Spread the love
Print Friendly, PDF & Email
image_pdfimage_print

মোঃহালিম কাজী রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় দূর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালায়। রোববার (২১ এপ্রিল) বেলা পৌঁনে একটার দিকে রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তরে আসেন।

আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে আমীর হোসাইন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি অনিয়ম আছে। আমরা ভবন সংক্রান্ত সকল নথিপত্র নিয়েছি। এরপর সাইট পরিদর্শন করবো। সমস্ত আলামত কমিশনের কাছে সাবমিট করার পর সীদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি মাদার বখশ হলের সামনে নির্মাণাধীন ১০ তলা শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একাংশের শাটার ধসে ৯ শ্রমিক আহত হয়। ঘটনার দিন রাতেই জরুরি সভা ডেকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। তবে ঘটনার চার দিন পর ৪ ফেব্রুয়ারি তদন্ত কমিটির সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়।

ওই দিন থেকে পরবর্তী সাত কার্যদিবস ১২ ফেব্রুয়ারি শেষ হলেও তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারেনি। পরে তদন্ত কমিটির সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে আরও সাতকার্যদিবস বাড়ানো হয়। দ্বিতীয় দফা সময় শেষ হওয়ার আগেই ২৫ ফেব্রুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *